রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
অফিস ডেস্ক
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা টিকায় মানুষের আস্থা নেই। মানুষের যথেষ্ট সন্দেহ আছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
মির্জা ফখরুল বলেন, করোনার প্রণোদনার টাকা নিয়ে সরকারের মূল লক্ষ্য ছিল পকেট ভর্তি করা। করোনার পরীক্ষা নিয়ে যে লুট সরকার করেছে, টিকা নিয়ে সরকার একই কাজ করছে। করোনার টিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে লুট করা, দুর্নীতি করা।’ তিনি বলেন, এখন প্রধান সংকট হচ্ছে, একটা অনির্বাচিত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে জবাবদিহি ছাড়া জোর করে ক্ষমতায় আছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রকে দলীয়করণ করেছে। তিনি আরও বলেন, জনগণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
জনগণের ভোটে একটা প্রতিনিধিত্বমূলক সরকার ক্ষমতায় এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার দেশে দরকার। ঐক্যবদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। আলোচনা সভায় সরকারের কর্মকাণ্ডে দুর্নীতি আর অপচয়ের অভিযোগ তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘দুর্নীতি আর অপচয় এ সরকারের অপর নাম। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কার্যকলাপে তাদের দুর্নীতি। পদ্মা সেতু করতে ১০ হাজার কোটি টাকার জায়গায় ৩০ হাজার কোটি টাকা লাগল। কে কত টাকা ভাগ-বাঁটোয়ারা করেছে জানি না। তবে অপচয় যে হয়েছে, অস্বীকার করা যাবে না।’
করোনার টিকা বেশি দামে কেনা হয়েছে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ইউরোপ যে টিকা দুই ডলারে কিনছে, ভারত তা কিনছে দুই থেকে আড়াই ডলারে। সেই টিকা বাংলাদেশ পাঁচ ডলারে কিনছে। কারণ, একটা বেসরকারি প্রতিষ্ঠান মধ্যস্বত্বভোগী হয়ে টাকা নিচ্ছে। টিকা কিনতে একটি বিশেষ কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘সরকার অত্যন্ত ভুল পথে যাচ্ছে। বেসরকারি খাতে টিকা আনতে দেওয়া যাবে না। সরকারের নৈতিক দায়িত্ব হলো টিকাসংক্রান্ত ভুল ঠিক করা।’
সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভোট ডাকাতি করে নিজের কাছে রেখেছে। মানুষের কাছে ভোট নেই। মানুষের ভোটাধিকার সরকার দেবে না। যেভাবেই হোক তারা ক্ষমতায় থাকতে চায়। উনসত্তরের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই বছরের মধ্যে এ সরকারকে বিদায় করা হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের ওপরে বসে আছে। এই সরকার যত তাড়াতাড়ি যায়, ততই ভালো। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে, একমঞ্চে এসে সরকারকে বিদায় করতে হবে।
সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার জঙ্গিবাদ, চরমপন্থা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। অথচ তারাই জঙ্গিবাদী, চরমপন্থী ও সন্ত্রাসী কায়দায় দেশ চালাচ্ছে। মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এর চেয়ে বড় প্রতারণা হতে পারে না। তিনি বলেন, যে দেশে মানুষের অধিকার, স্বাধীনতা নেই, সে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হবে না। এর জন্য জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বাংলাদেশ দুর্নীতিবাজদের হবে না। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এ দুর্নীতিবাজ সরকারকে হটাতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ বক্তব্য দেন।
প্রকাশ: ৭ মিনিট আগে
প্রকাশ: ১২ মিনিট আগে
প্রকাশ: ২৪ মিনিট আগে
প্রকাশ: ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
প্রকাশ: ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
প্রকাশ: ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
প্রকাশ: ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
প্রকাশ: ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
প্রকাশ: ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
প্রকাশ: ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ১ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
প্রকাশ: ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
প্রকাশ: ২০ ঘন্টা ৪ মিনিট আগে
প্রকাশ: ২০ ঘন্টা ১০ মিনিট আগে
প্রকাশ: ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
প্রকাশ: ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
প্রকাশ: ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
প্রকাশ: ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ৫ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
প্রকাশ: ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ০ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ২ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ৯ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
প্রকাশ: ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে