ঘটনাটি উপজেলার কাজিহাল ইউনিয়নে পুখুরীহাট নীলপুকুর গ্রামে।
এঘটনায় উভয় গ্রামবাসী ফুলবাড়ী থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
মাননীয় এলাকাবাসী ও আভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার কাজিহাল ইউনিয়নে পুখুরী মৌজার নীলপুকুর গ্রামের ১১৪১ নং দাগের সরকারী খাস জমিতে,মদন পুকুর নামে একটি পুকুর পাড়ের জমি শ্বশান হিসেবে ব্যবহার করে আসছেন পুখুরী হাট ডাঙ্গাপাড়া গ্রামের হিন্দু ধর্মালম্বলী জনগোষ্টি । অপরদিকে ওই পুকুুরের অপর পাড়ে কবরস্থানে হিসেবে ব্যবহার করে আসছেন নীলপুখুর গ্রামের একাংশের মুসলিম ধর্মালম্বলী গ্রামবাসীরা। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছে,এরেই মধ্যে গত বৃহস্পতিবার নীলপুখুর গ্রামের মজিদুল ইসলাম নামে এক ব্যাক্তির মায়ের মৃত্যু হলে তাকে দাফন করতে গেলে, হিন্দু ধর্মালম্বীরা শ্বশান জমি দাবী করে সেখানে কবর দিতে নিষেধ করলে,দুই গ্রামবাসীর মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই হিন্দু ধর্মালম্বলী গ্রামবাসীদের পক্ষে পুখুরি ডাঙ্গাপাড়া গ্রামের কাজল চন্দ্রর ছেলে দুলাল চন্দ্র বাদী হয়ে,নীলপুখুর গ্রামের বাসীন্দা মুসলিম ধর্মালম্বলী মজিদুলসহ ৪জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে একই ঘটনায় এর আগে হিন্দু ধর্মালম্বী দুলালসহ কয়েক জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন নীলপুখুর গ্রামের মো: মজিদুল ইসলাম।
পুখুরী ডাঙ্গাপাড়া গ্রামের হিন্দু ধর্মালম্বী বাসীন্দারা বলছেন পুকুরটি সরকারী খাশ জায়গায়,কাগজে হিন্দু ধর্মালম্বলীদের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। তাই তারা দির্ঘদিন থেকে এই পুকুরটির পাড় শ্বশান হিসেবে ব্যবহার করে আসছেন।
অপরদিকে নীল পুকুর গ্রামের মুসলিম ধর্মালম্বলী মজিদুলসহ গ্রামবাসীরা জানায়,এই জায়গাটি সরকারী খাশ খতিয়ানের জায়গা,এই জায়গায়টি তারা দির্ঘ ৫০ বছর থেকে কবরস্থানে হিসেবে ব্যবহার করে আসছেন।
এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বলেন,বিষয়টি যেহেতু ধর্মিও বিষয় তাই তিনি উভায় পক্ষকে শান্ত থাকার নির্দ্দেশ দিয়েছেন।
এদিকে উভয় পক্ষের সাথে কথা বলে জমির মাঝখানে একটি সীমানা প্রাচির দিয়ে বিষয়টি চিরস্থায়ি সমাধানের চেষ্টা করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনী ফুলবাড়ীতে প্রতিপক্ষকে মারপিঠ ও হত্যার হুমকি দেওয়ায় আদালতে মামলা দায়ের
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে প্রতিপক্ষকে মারপিঠ ও হত্যার হুমকি দেওয়ায় আদালতে মামলা দায়ের।
ফুলবাড়ী উপজেলার জয়নগর গ্রামের মোঃ নুর ইসলামের পুত্র মোঃ ইসমাইল হোসেন রিপন এর গত ২২/০২/২০২২ ইং তারিখে দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিআরপিসি আদালত (ঘ) অঞ্চল ফুলবাড়ীতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলা আলাদীপুর ইউপির মৃত আমিন আলীর পুত্র মোঃ মাহাবুবুর রহমান (৩১), মৃত মোফাই এর পুত্র মোঃ মোকসেদ আলী (৪৫), মোঃ মোকসেদ আলীর পুত্র মোঃ রাশেদ (২২), মৃত মোফাই এর পুত্র মোঃ মোকলেছ আলী (৪৮), মৃত এনাজ উদ্দীন এর পুত্র মোঃ সেরাজুল ইসলাম সর্ব সাং-গড়পিংলাই তারা গত ১৭/০২/২০২২ ইং তারিখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মোঃ ইসমাইল হোসেন রিপন এর বাড়ীতে ফৌ: কা: বি আইনের ১০৭/১১৪/১১৭ ধারামতে প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে নানা ভাবে ভয়ভিতি ও হুমকি প্রদান করেন। উল্লেখ্য যে প্রতিপক্ষগণের মধ্যে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে ১১/০২/২০২২ ইং তারিখে রাত্রী ৯ টায় পিকাপ ভ্যান যোগে দলবদ্ধ হয়ে বাড়ীতে ঢুকে মটর সাইকেল এবং গাভী ও বাছুর নিয়ে যায়। এই ঘটনায় মোঃ ইসমাইল হোসেন রিপন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী, দিনাজপুর এ দ:বি আইনের ৩৮০, ৪৫৭, ৫০৬, (ওও)/৩৪ ধারা মসে ২২সি/২০২২ (ফুলবাড়ী) নম্বরে একটি মামলা দায়ের করেন। যে মামলা টি বর্তমান চলমান আছে। এই মামলা করার পরেই প্রতিপক্ষরা মোঃ ইসমাইল হোসেন রিপন ও তার পরিবারকে বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করেন। এই হুমকির উপর ভিত্তি করে মোঃ ইসমাইল হোসেন রিপন দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সি.আর.পি.সি আদালত (ঘ) আঞ্চল ফুলবাড়ীতে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৬৮পি/২০২২। তারিখ-২২/০২/২০২২ইং।
মোঃ ইসমাইল হোসেন রিপন সাংবাদিককে জানান, আমি তাদের হুমকিতে বাড়ী থেকে কোথাও যেতে পারতেছিনা, যে কোন সময় প্রতিপক্ষরা আমার ও আমার পরিবারের উপর হামলা করতে পারে। তাই আমি আইন প্রয়োগ কারী সংস্কার কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তার দাবী করছি।
সংবাদ প্রেরক
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল ০১৭১২৫৮১৫১২
তাং ২৭-০২-২০২২ ইং