দিনাজপুরের নবাবগঞ্জে তথ্য আপা দপ্তরের মাধ্যমে ৩০ হাজার ৫৯৫ জন মহিলাকে সেবা প্রদান করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ২০১৯ এর ১ আগস্ট থেকে গত ২৯ আগস্ট পর্যন্ত ওই সেবা প্রদান করা হয় বলে জানান উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমনা আক্তার।
তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রকল্পে মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে ডোর টু ডোর তথ্য কেন্দ্র ও উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে।
প্রকল্প চলাকালীন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১০টি উঠান বেঠক করা হয়েছে।
তিনি বলেন, সেবার মধ্যে বিভিন্ন বিষয়ে আবেদন, ই-লার্নিং সেবা উঠান বৈঠকে নারী নির্যাতন দমন, বাল্য বিয়ে, ইভটিজিং, ফতোয়া কুসংস্কার এবং নারীদের জীবন ও জীবিকা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান সংস্থার সাথে যোগাযোগ স্থাপনে সহায়তাকরণ মহিলাদের ডায়াবেটিস রক্তচাপ ওজন উচ্চতা পরীক্ষাসহ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বেশকিছু রোগের রোগীদের এককালীন অনুদানের আবেদন প্রেরণ ও ভ্যাকসিনের নিবন্ধন।
তিনি আরও বলেন, গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত বিবিধ পণ্য বিক্রির জন্য যে লাল সবুজ ডটকম মার্কেটপ্লেস রয়েছে সে ব্যাপারেও অবগত করা হয়েছে।