দিনাজপুরে নবাবগঞ্জে গত বুধবার বিকাল ৫ টায় নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা (দিনাজপুর জেলা শাখার) আয়োজনে মাদক নির্মূল ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মাদকবিরোধী মাদক নির্মুল ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার (দিনাজপুর জেলা শাখার) মোঃ ময়নুল হাসান চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সাহাবুদ্দিন সুজন ও বিশেষ অতিথি হিসেবে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী (যুব বিভাগের) সভাপতি মোঃ সেলিম রেজা প্রমুখ।
আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক মোঃ সাহাবুদ্দিন সুজন তার বক্তব্যে আহ্বান জানান, মাদকদ্রব্যকে না বলুন। সুন্দর জীবন গড়ুন। মাদক সমাজ ও নতুন প্রজন্মকে অসুস্থ করে দেয়। মাদকদ্রব্য সেবনে জাতির মেধাশক্তিকে ধ্বংস করে দেয়। আর তাই স্মার্ট জাতি বিনির্মাণে মাদক সেবন থেকে দূরে থাকতে আহ্বান জানান তিনি।